বীর মুক্তিযোদ্ধা শাহীন সামাদ

একজন জীবন্ত কিংবদন্তি শিল্পীর জীবনচিত্র

সুদীর্ঘ পাঁচ দশক ধ্রুপদী সঙ্গীতচর্চায় অতিক্রম করা দেশের বীর মুক্তিযোদ্ধা জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী শাহীন সামাদ’র সংগীতে হাতেখড়ি সাত বছর বয়সে। বাবা-মা’র অনুপ্রেরণায় অভিষিক্ত শাহীন সেই ১৯৬৪ সাল থেকে আজ অবধি নজরুল’র গানকে বাংলাদেশের সংগীত পিপাসুদের কাছে সুষ্ঠভাবে উপস্থাপনের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। খুব অল্প বয়সেই উস্তাদ রাম গোপাল, উস্তাদ ফজলুল হক, উস্তাদ ফুল মোহাম্মদ, উস্তাদ মোহাম্মদ সগীর উদ্দিন খান, উস্তাদ মশকুর আলী খান – উনাদের মতো বিশ্ববিখ্যাত পন্ডিতদের কাছ শাস্ত্রীয় সংগীতের তালিম নেয়ার সৌভ্যাগ্য হয়েছে শাহীন’র। পরবর্তীতে যাদের কাছে তালিম নিয়েছেন তারা হলেন – শেখ লুত্ফুর রহমান, সোহরাব হোসেন, সুধীন দাস, অঞ্জলি রায়, সানজিদা খাতুন, ওয়াহিদুল হক, আজাদ রহমান প্রমুখ।

21 se padak

একুশে পদকে সম্মানিত মুক্তিযোদ্ধা শিল্পী শাহীন সামাদের সংবর্ধনার খণ্ডচিত্র

Location

1235 Dhanmondi,
Dhaka.

Contact

shaheensamad27@gmail.com